মাঝে মাঝে আমাদের প্রয়োজন হয় কোন কিছুর স্ক্রীনশট বা কোন ছবি অন্য কারও সাথে শেয়ার করার প্রয়োজন হয়। যদি ১০ জনের সাথে শেয়ার করতে চান সেই ক্ষেত্রে তো আর ১০ জন কে পাঠানো সম্ভব না। তাই যদি এরকম হয় যে আপনি ছবিটি কোথাও আপলোড করলেন এবং সেখান থেকে লিংক টা সবার সাথে শেয়ার করলেন। তা হলেই সবাই তা দেখতে পাবে। এবং আপনার সময়ও কিছুটা বাচলো। এরকম কিছু ভালো অনলাইন ফটো শেয়ার করার ওয়েবসাইট এর লিংক নিচে দিয়ে দিলাম। আশা করি কাজে লাগতে পারে।
http://tinypic.com
http://imgur.com
http://www.picturehost.eu
http://imagecabin.com
আপাতত এই কয়েকটি দিলাম। যে গুলো থেকে আপনি রেজিস্ট্রেশান ছাড়াই ইমেজ বা ছবি শেয়ার করতে পারবেন।
No comments:
Post a Comment